বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে নবীন বরণ

By মেহেরপুর নিউজ

February 06, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তারুণ্যের উৎসব উপলক্ষে পিটা মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সোহরাওয়ার্দী জুয়েল।

শাপলা খাতুন ও মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতেই মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা মধ্য দিয়ে তাদেরকে বিদায় জানানো হয়। এতে মানপত্র পাঠ ও প্রদান করেন চাঁদনি এবং ইমরান হোসেন। ব

ক্তব্য রাখেন নিশাত রুম্মান,রাবসা তাসমিন।পরে মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শেষে তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পিঠা মেলার উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম পিতা মেলার উদ্বোধন করেন। এবং মেলার স্টল ঘুরে দেখেন। অধ্যক্ষ মজিবুর রহমান সহ শিক্ষকগন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।