বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের পুরস্কার প্রদান

By Meherpur News

April 20, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসন কর্তৃক অর্পিত জনগুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করায় জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ,শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক সুরুজুজামান,মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর হোসেন প্রমূখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।