মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করাই মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। আগামী ৮ মে অনুষ্ঠিতন মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ঋণ খেলাপের কারণে নিশান সাবেরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে তিনি আপিল করলেও আপিলেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
বর্তমানে কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মেহেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। এরা হলো মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম এবং কৃষক লীগের নেতা মোঃ হাসেম আলী। এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ও মোহাম্মদ শাহিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) লতিফন নেছা লতা, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য সামিউন বাশিরা পলি এবং, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ।