নির্বাচন

মেহেরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২৭ জুলাই

By মেহেরপুর নিউজ

June 19, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ২৭ জুলাই মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ৩০ জুন মনোনয়নপত্র বাছাই। ৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এবং ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম সম্প্রতি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নব গঠিত বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করায় ভাইস চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। শূন্যপদ পূরণের জন্য আগামী ২৭ জুলাই উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।