মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৩ হাজার ১৩১ জন ভোটারের মন জয় করতে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
সভাপতি পদে আব্দুল করিম (মোমবাতি), খাকছার আলী (ঘোড়া), ফোরকান আলী (হারিকেন) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি নজরুল ইসলাম (আনারস), সাইদুল আলম (গোলাপ ফুল), সাধারণ সম্পাদক পদে তারিখুজ্জামান রিপন (বাইসাইকেল),নওশাদ আলী (ছাতা), মনিরুল ইসলামের (দোয়াত কলম), সহ সম্পাদক পদে ছলিম মিয়া (মিক্সার মেশিন), রাসেল (দেয়াল ঘড়ি),সাংগঠনিক সম্পাদক পদে রাজু (বৈদ্যুতিক বাল্ব), আব্দুর রাজ্জাক (চেয়ার), রাশিদুল ইসলাম (চাকা),হামিদুল ইসলাম (তালা), কোষাধক্ষ পদে আব্দুল আজিজ (ফুটবল), আলেক উদ্দিন (বাঘ), খলিল শেখ (হাতপাখা), খন্দকার নাফিজুর রহমান (আম), প্রচার সম্পাদক পদে আজমাইল হোসেন (হাতি),মিলন আলী (মাইক),দপ্তর সম্পাদক পদে দীন মোহাম্মদ (কোদাল), মোতালেব শেখ (করাত), শাহ জামান (হাতুড়ি), শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মাজিদুল হক (ট্রাক), মাহবুবুল আলম লিটন (এরোপ্লেন), শামীম (টেবিলফ্যান), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ইসরাফিল( ক্রিকেট ব্যাট বল),এখলাস উদ্দিন (টেলিভিশন), রানা (হরিণ),লিটন (মাছ)।
এছাড়াও কার্যকরী সদস্য পদে ছহিরুল ইসলাম( মই),জিন্নাতুল ইসলাম (কুরনি), ফিরোজ (ডাব),মোজাম্মেল হক( চশমা),আব্দুল মোমিন (কবুতর), মিলন হোসেন (তরবারি), সবুজ (কলস) সাবদার (মোরগ),হামিদুল ইসলাম (ইজিবাইক) এবং হাসমত উল্লাহ (চাঁদ তারা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে প্রার্থীদের ছবি সম্মিলিত পোস্টারে ছেয়ে গেছে। ২৩ টি বুথে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।