নির্বাচন

মেহেরপুর ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

By মেহেরপুর নিউজ

October 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলায় ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে কমিশনার মিজানুর রহমান হিরন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ই অক্টোবর প্রার্থীদের মাঝে ফরম বিক্রয়, ১৭ অক্টোবর মনোনয়ন ফরম জমা, ১৮ই অক্টোবর প্রার্থীদের ফরম যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং আপত্তি নিষ্পত্তি, ১৯ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সময় অন্যাদের মধ্যে কমিশনার আসাদুল আজম খোকন, বোরহানুল আজিম রিয়াদ, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।