মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোক্তা তৈরির লক্ষে স্বাবলম্বী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর আলহেরা মাদ্রাসা প্রাঙ্গণে স্বাবলম্বী কর্মসূচির উদ্বোধন করা হয়।
মেহেরপুর ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাজউদ্দীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাবলম্বী কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় বাদল শেখ, ইয়ামিন, ইয়ারুল হক, আজিজুল হক, সাদ্দাম হোসেন, সিদ্দিক আলী, নিয়ামত আলী, আব্দুস সালাম, আব্দুল মান্নান, খাদেম আলী, আব্দুল্লাহ কালু এবং আলমগীর হোসেনকে ১ লক্ষ ৩ হাজার ৫ টাকা মূল্যের ছাগল, মুরগি, আলু, পিঁয়াজ,গ্যাস সিলিন্ডার, সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন।
মেহেরপুর ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি খালেদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ইকবাল হোসেন, পৌরসভার উপদেষ্টা সোহেল রানা ডলার,আন নুর ফাউন্ডেশন এর পরিচালক আল আমিন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন খান।বক্তব্য রাখেন সদর উপজেলা উপদেষ্টা সোহেল রানা।