নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর ইনার হুইলের প্রেসিডেন্ট নিলুফা ইয়াসমিন রুপা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেছে।
রবিবার সকালে নেপালের কাটমুন্ডু সি এন্ড ডাব্লুও প্লেজে আনুষ্ঠানিক ভাবে তাকে নেপাল-বাংলাদেশ ফেন্ডশিপ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সমাজ সেবাই বিশেষ অবদান রাখায় বাংলাদেশের হয়ে তিনি এই গৌরব অর্জন করেন। নেপালের সাবেক মন্ত্রী এমডি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিলুফা ইয়াসমিন রুপার হাতে ক্রেষ্ট তুলে দেন।
ইন্টারন্যাশনাল ট্রানস্ক্রিয়েশন সোসাইটি ও সাহিত্য পত্রিকা এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে নিলুফা ইয়াসমিন রুপা ভারতের কলকাতার ইন্টার ন্যাশনাল মৈত্রী অ্যাওয়ার্ড লাভ করেছেন। কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মুক্তমনাদের নিয়ে “খোলা মন” এই অ্যাওয়ার্ড প্রদান করে।
এছাড়াও মেহেরপুর ইনার হুইলের প্রেসিডেন্ট নিলুফার ইয়াসমিন রুপা সমাজ সেবাই বিশেষ অবদান রাখায় হাজী মোহাম্মদ মহাসিন সম্মাননায় ভুষিত হয়েছেন। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস রুপাকে এ সম্মাননা প্রদান করে।