নির্বাচন

মেহেরপুর ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ

By মেহেরপুর নিউজ

November 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এতে সভাপতি প্রার্থী বোরহানুল আজিম (ছাতা) রিয়াদ,বাবলু ইসলাম(গরুর গাড়ি),সহ-সভাপতি ছালেকুর রহমান (আনারস) মোহিদুল ইসলাম (চেয়ার), সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন (ফুটবল),লাভলু রহমান (হরিণ) ,রাকিবুল ইসলাম সজল(দোয়াত কলম),সহ সম্পাদক মোহাম্মদ মেহেদী(দেয়াল ঘড়ি), সন্টু(ইট ভাঙ্গা গাড়ি), সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হক(গোলাপ ফুল) , আসাদুর রহমান জনি(খেজুর গাছ),প্রচার সম্পাদক জাকারিয়া জামু (মাইক), শুকুর আলী(আম), কোষাধাক্ষ আবু সেলিম (মোরগ), ইসমাইল হোসেন(মই) নির্বাহী সদস্য মোঃ সেন্টু(ডাব), মোহাম্মদ মিলন শেখ(কবুতর) , মোঃ হাসান(কাপ পিরিচ) ,সাব্বির হোসেন শিশির(টিউবওয়েল) প্রতীক পাল।

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচন পরিচালনাকারীর দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনার রাহিনুর জামান পলিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। আগামী ১ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।