নির্বাচন

মেহেরপুর ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

By মেহেরপুর নিউজ

November 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতি অফিস মিলনায়তনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৮ নম্বর ভোটার তালিকার আপত্তি ও নিষ্পত্তি, ১৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২১ নভেম্বর মনোপত্র জমা ও বাছায়, ২২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন।

তফসিল ঘোষণার সময় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আরিফুল এনাম বকুল, রহিনুরজামান পলেন, আবু সাঈদ,বোরহানুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।