বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আন-নুর বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে কুরআন উদ্বোধনী সবক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 12, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর আন-নুর বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে কুরআন উদ্বোধনী সবক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে মেহেরপুর টি এ্ন্ড টি মসজিদে কুরআন উদ্বোধনী সবক অনুষ্ঠিত হয়। টি এন্ড টি মসজিদ কমিটির উপদেষ্টা মুহাঃ মহাফিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর দারুল উলুম নুরানি মাদ্রাসার মুহতামিম মাওঃ মুহাঃ ইয়ারুল ইসলাম।

এতে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন আন-নুর বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক মুফতী হাফিজুর রহমান। আন-নুর বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওঃ মুহাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু বক্কর, আব্দুল মান্নান সরকার। ৩০ জন বয়স্ক ব্যাক্তি মেহেরপুর আন-নুর বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রে সবক গ্রহণ করেন।