বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চিকিৎসার নামে হয়রানি

By Meherpur News

April 22, 2025

মেহেরপুর নিউজ:

আদ দ্বীন হাসপাতালের উদ্যোগে সানি পড়া রোগীদের চিকিৎসা দেওয়ার নামে অব্যবস্থাপনা ও রোগীদের সাথে হয়রানি মূলক আচরণের অভিযোগ।

জানা গেছে,আদ দ্বীন হাসপাতালের উদ্যোগে পিকেএসএফের অর্থায়নে বিনামূল্য সানি পাড়া রোগীদের চিকিৎসার লক্ষ্যে আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মেহেরপুর শাখার পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। মঙ্গলবার সকাল ৯ টা থেকে রোগী দেখার কথা বলা হলেও প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে শত শত মানুষ মেয়েরপুর শহরের যাদবপুর সড়কে আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মেহেরপুর শাখা অফিসের সামনে জড়ো হন। দূর দূরান্ত থেকে আসা শত শত ষাট উর্ধ্বো পুরুষ মহিলা সেখানে সমবেত হন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে বিপুল পরিমাণ রোগীর আগমন ঘটলেও সেখানে ন্যূনতম বসার কোন ব্যবস্থা রাখা হয়নি। একটি সরু গলির মধ্যে প্রচন্ড গরম উপেক্ষা করে গাদাগাদি করে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকাল ৯ টা থেকে রোগী দেখার কথা বলা হলেও ১১ টার পর একজন ডাক্তার দিয়ে রোগী দেখার কাজ শুরু করা হয়।

চোখের চিকিৎসা নিতে আসা মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের স্ত্রী জানান, সকাল নটার আগে থেকে এখানে অপেক্ষা করছি। তিনি জানান, চরম অবস্থাপনার মধ্যে দিয়ে মানুষ নির্ধারণ কষ্ট করছে। এখানে বসার কোন ব্যবস্থা রাখা হয়নি। রৌদ আর প্রচন্ড গরমে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মেহেরপুর শাখার ব্যবস্থাপক বলেন, আমি নতুন বুঝতে পারিনি তাই কিছুটা ভুল হয়েছে।