বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আদ দোহা ইসলামিক ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

January 08, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর আদ দোহা ইসলামিক ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আদ দোহা ইসলামিক ইনস্টিটিউট মিলনাতনে অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষ অফিসার ফারুক উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, অভিভাবক আবু বকর সিদ্দিক,শিক্ষক সোহাগ প্রমুখ। পরে সেখানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।