জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ২০১৮ সালে সাড়ে ৪ কোটি টাকার রাজস্ব আদায়

By মেহেরপুর নিউজ

January 23, 2019

মাসদু রানা , মেহেরপুর নিউজ:

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ২০১৮ সালে সাড়ে চার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ের পরিধি আরো বৃদ্ধির উদ্দেশ্যে সেবার মান বৃদ্ধিতে তৎপর হবেন বলে কর্মকর্তারা দাবি করছেন।

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হবার পর এ প্রথম অতিরিক্ত রাজস্ব আদায় হযেছে।

আঞ্চলিক কার্যালয়ের ২০১৮ সালে বিভিন্ন শ্রেণীতে মোট ৩ হাজার ৫৫৯টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। যার বিপরীত সংগৃহিত মোট ৪ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ১শ টাকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

রাজস্ব খাতের ৫ জন, আউটসোর্সিং ২ জন, আই পিপল প্রজেক্টের ২ জন এবং দুই আনসার সদস্য সহ মোট ১১ জনবল নিয়ে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যক্রম পরিচালনা করছে।

জানা যায়, সাধারণ, অফিসিয়াল ও কূটনৈতিক শ্রেণীতে পাসপোর্টসমূহ জরুরী ভিত্তিতে ছয় হাজার ৯০০ টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে মাত্র ১১ কর্মদিবসে এবং সাধারণ ভিত্তিতে মাত্র তিন হাজার ৪৫০ টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে ২১ কর্মদিবসের মধ্যে সরবরাহ করা হচ্ছে।

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াসীন জানান, ২০১৮সালে বিভিন্ন শ্রেণীতে মোট ৩ হাজার ৫৫৯টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। যার বিপরীত সংগৃহিত মোট ৪ কোটি কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ১শ’ টাকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। লোকবল সংকটের কারণেই চাহিদা অনুযায়ী সেবা দেয়া সম্ভব হয়না। পর্যাপ্ত লোকবল থাকলে সেবার মান বেড়ে যাবে এবং আরো বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।