মেহেরপুর নিউজ:
আগামী ১৮ মে মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে ১৫ টি পদে দুটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদনকারীদের মধ্যে আমিরুল-কানাই প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম কানাই, সহ সভাপতি রেজাউল হক ও মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক পদে কে এম পিয়ারুল হাসান, নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলাদ হোসেন খান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য পদে শামসুল আরেফিন, রফিকুজ্জামান, আপেল খান, উজ্জ্বল হোসেন, সম্রাট মিয়া।
অপরদিকে জাহিদ-রাশেদ প্যানেলের সভাপতি আব্দুস সাত্তার জাহিদ,সহ-সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ হাসান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাইদুর রহমান, কোষাধাক্ষ মোঃ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল রেজা, প্রচার সম্পাদক রুপ চাঁদ আলি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইকবাল, নির্বাহী সদস্য রাব্বি ইসলাম, ইমন আলী, ইলিয়াস হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শামসুজ্জামান চঞ্চল।
নির্বাচনে ভোটার ১২৯ ভোটার তাদের ভোটাধিকার করার সুযোগ পাবেন। পরিচালনাকারীর দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রফিকুল ইসলামের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার নাগিব মাহফুজ জুয়েল সেখানে উপস্থিত ছিলেন।