নির্বাচন

মেহেরপুর অটো ইজি বাইক মালিক-চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুরু

By মেহেরপুর নিউজ

November 19, 2021

মেহেরপুর অটো ইজি বাইক মালিক-চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে মেহেরপুর জেলা অটো ইজি বাইক মালিক-চালক সমিতি মিলনায়তনে ১৪ টি বুথে নির্বাচন শুরু হয়। বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

১৭ টি পদে ৩জন সভাপতি, ৪জন সাধারণ সম্পাদক সহ ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১হাজার ২৪৮ জন ভোটার সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জনকে নির্বাচিত করবেন।

নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা (ছাতা), মাসুদ রানা (গরুর গাড়ি), সাইদুর রহমান (আনারস) সিনিয়র সহ-সভাপতি পদে জয়নাল আবেদীন (চাকা) , পিন্টু (বই), শহিদুল ইসলাম দিল্লা (দোয়াত কলম), সহ-সভাপতি পদে খুশেদআলম (দেওয়াল ঘড়ি), রায়হান মিঠু( মই),শরিফুল ইসলাম (ডাব), সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন (গোলাপ ফুল), মফিকুল ইসলাম মুশকি (হরিণ),মফউর রহমান মিন্টু (চেয়ার),মহিদুল ইসলাম মহিদ (ফুটবল),যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মাছ), আব্দুর রকিব (মোরগ), মাহবুবুর রহমান মাহবুল (কাপ-পিরিচ),সাংগঠনিক সম্পাদক রউফ রিপন (টিউবওয়েল), রিপন আলি (কলস), শহিদুল ইসলাম(এরোপ্লেন), কোষাধ্যক্ষ ইলিয়াস মামুন (হারিকেন), ফজলে রাব্বী (সাইকেল), সালা উদ্দিন খোকন (মাইক), লাইন সম্পাদক আল-আমিন (মোবাইল ফোন),মাসুদ রানা (তালগাছ), হাসিবুল (পায়রা), প্রচার সম্পাদক খালেকুজ্জামান খান (হাতি), শামিম আলি (বাঘ), ক্রীড়া সম্পাদক লালমিয়া (চাঁদ তারা), মন্টুমিয়া (ঘোড়া), সাইফুর রহমান ( ব্যাট বল), দপ্তর সম্পাদক ফারুক মন্ডল (রাজহাঁস), বদর উদ্দীন (বৈদ্যুতিকপাখা), রিপন (আম), শ্রমিক কল্যাণ সম্পাদক ফয়সাল হোসেন (হাতপাখা), বদর উদ্দীন (ঘুড়ি),রফিকুল ইসলাম (উটপাখি)।

এছাড়াও নির্বাহী সদস্য আজিম (সেনি), আলেক আলী (টেবিল ফ্যান), আনোয়ার হোসেন (তবলা) ,আবুল হোসেন (প্রজাপতি),আব্দুল হক (তালা),জহিরুল হক(কুড়াল),বিদ্যুৎ শেখ (ঠলা গাড়ি),বাবু মীর(রেডিও),বাসের আলী (মিনার) মিনারুল (ট্রাক),রায়হান (মোটরসাইকেল)শমিরুল (তরবারি),সাইফুল ইসলাম (চাকা),আব্দুস সাত্তার (হাতুড়ি) এবং হাফিজুর রহমান (কোদাল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।