খেলাধুলা

মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 12, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেন এর উদ্যোগে অক্সফোর্ড কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে অক্সফর্ড কিন্ডারগার্ডেন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা কে এম ফজলুল করিম খোকন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী,অক্সফোর্ড কিন্টারগার্ডেনের পরিচালক জানে আলম, আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবুল প্রমূখ। পরে সেখানে মশাল প্রজ্জ্বলন করা হয় এবং এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।