মেহেরপুর নিউজ, ১৬ জুন: মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তা আইন পাশ করা, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, ১৭ এপ্রিল জাতীয় দিবস ঘোষনা করাসহ ৮ দফা দাবী আদায়ের লক্ষে স্মারকলিপি দিয়েছে মেহেরপুরের মুক্তিযোদ্ধারা।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে তাদের এ দাবি স¤^লিত স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসক মো: আতাউল গনি তাদের স্মারকলিপি গ্রগণ করেন।
স্মারকলিপিতে ২ বছর ধরে বন্ধ থাকা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, সকল মুক্তিযোদ্ধাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মত সুযোগ সুবিধা প্রদান, সকল মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদান, বিজয় দিবস ভাতা ও বৈশাখী ভাতার মত ¯^াধীনতা দিবসেও ভাতা প্রদান, মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তা আইন পাশ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবসকে রাষ্ট্রিয়ভাবে পালন করা, সকল মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান মুজিবনগরে করা এবং মুজিবনগরে স্থলবন্দর, জেক পোষ্ট, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্খাপন করার দাবি জানানো হয়েছে।
মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, নুরুল ইসলাম, হায়দার আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।