মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা সহ ইন্তাজুল ওরফে ইন্তাজ, তিলকজান খাতুন এবং কোহিনুর খাতুন নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ।
বৃহস্পদের সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ভোমরদাহ সড়কে ইন্তাজুল, তিলক জান, ও কোহিনুরকে আটক করে।
আটক ইন্তাজুল গাংনী উপজেলার ন-পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে, তিলোকজান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং কোহিনুর খাতুন একই উপজেলার মুন্সিগঞ্জ অকটনগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আটিলারী রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এবং মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ভোমরদা সড়কে যৌথ অভিযান চালায়।
এসময় ইন্তাজুল, তিলকজান এবং কোহিনূর খাতুনকে আটক করেন। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, নগদ ৭ হাজার টাকা এবং একটি পাখি ভ্যান জব্দ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানাশ একটি মামলা দায়ের করা হয়েছে।