মেহেরপুর নিউজ,২৮ অক্টোবর:
উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন বিলে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৮ম বেতন স্কেলে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) ,নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার কর্মকর্তারা। বুধবার দুপুর ১২ টার দিকে সংগঠনের জেলা শাখার আহবায়ক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ঘন্টাখানেক স্থায়ী হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাফ উদ দৌলা, মেহেরপুর সরকারী কলেজের উপাধাক্ষ রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সংগঠনের যুগ্ম আহবায়ক ও মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা শেখ মেছবাহুল হক, আমঝুপি বীজ খামারের (তৈলবীজ) উপপরিচালক মীর্জা শফিকুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা.তাপস কুমার সরকার । মানবন্ধনে বক্তারা বলেন, আগামী ৮ নভেম্বরের মধ্যে তাদের দেয়া ৬ দফা দাবি না মানলে কেন্দ্রীয় সিদ্ধান্তে বড় আন্দোলনে যাবেন তারা। মানববন্ধনে সংগঠনের তিন শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।