মেহেরপুর নিউজ,২৩ এপ্রিল: আগামী ২৫ এপ্রিল শনিবার সারাদেশের সাথে একযোগে মেহেরপুর জেলাতে এবার ৬৬,৭৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭,৭৪৬জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৫৮,৯২৮জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিন্টেশনে সভাপতিত্বে বক্তব্য এ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্য মতে জেলার তিন উপজেলার ৪৯০ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে ১৪৭০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক রফিক উল আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।