মেহেরপুর নিউজ,০৯ নভেম্বর: জেলায় ৬৩ হাজার ৩৭১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭হাজার ৯৯৩ শিশুকে নীল রঙের ক্যপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩৭৮ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানে হবে। সোমবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন সভায় সিভিল সার্জন ডা: মজিবুল হক এ তথ্য দেন। সিভিল সার্জন ডা: মজিবুল হকের সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রশিদ হাসান খান আলো, রফিকুল ইসলাম, মাজেদুল হক মানিক, ওয়াজেদুল হক জেদু, আবু লায়েছ লাবলু, ইপিআই সুপারিন্টেন্ড আব্দুস সালাম। ওরিয়েন্টেশন সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আগামী ১৪ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহনভাবে জেলার ৪৯০ টি কেন্দ্রে ১হাজার ৪৭০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।