অন্যান্য

মেহেরপুরে ৫ বিঘা বাগানের গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

By মেহেরপুর নিউজ

February 10, 2015

মেহেরপুর নিউজ, ১০ ফেব্রুয়ারি: মেহেরপুর শহরের কোর্ট এলাকার আব্দুল মজিদ নামের এক ব্যক্তির ৫ বিঘা বাগানের প্রায় সবগুলো গাছ কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত ওই বাগানে হামলা চালিয়ে বাগানের ৯০/৯৫ টি আম, মেহগনী, লিচু ও সেগুন গাছ কেটে বাগান উজাড় করে দিয়েছে। যার মধ্যে অধিকাংশ গাছগুলোই আমগাছ এবং গাছ গুলোর বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর হবে বলে জানান বাগান মালিক আব্দুল মজিদ। বাগান মালিক মজিদ সাংবাদিকদের জানান, মামলা সংক্রান্ত একটি বিবাদকে কে কেন্দ্র করে খোয়ার আলীর নেতৃত্বে ১৫/২০ জনের একদল দূবৃত্ত সকালের দিকে বাগানে যেয়ে একে একে বাগানের প্রায় সবগুলো গাছ কেটে উজাড় করে।

পরে সেখানে থেকে মুল্যাবান বেশ কিছু কাঠ ট্রলি যোগে লুট করে নিয়ে যায় বলে তিনি জানান। তিনি আরো জানান, এ বিবাদকে কেন্দ্র করে এর আগে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং-১১২৩,তারিখ-২৭/০৯/২০১৪ ইং। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।