মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী অ্যাডভান্স অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার রাজিবুল আলম, রামানন্দ, প্রশিক্ষক মারুফ হোসেন পলাশ, মো: রতন মিয়া, ফয়সাল হক। ৫ দিনের এ প্রশিক্ষণে জেলার ৩৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে মুজিবনগর ডিগ্রি কলেজের সুমিতা খাতুন ১ম, একই কলেজের হাবিবা খাতুন ২য় এবং কুতুবপুর ইউনিয়নের উদ্যোক্তা রেবেকা খাতুন ৩য় স্থান লাভ করে।