মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ফেব্রুয়ারী:
“যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য” এই শ্লোগানকে সামনে নিয়ে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে ৫ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।মেলায় ১৭ টি স্টল স্থান পেয়েছে। কৃষি অধিদপ্তর ছাড়াও মৎস্য সম্পদ অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর মেলায় অংশ নিয়েছে।
আজ শনিবার বিকালে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে মেহেরপুর কৃষি খামার বাড়ি চত্বরে কৃষি প্রযুক্তি মেলার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারনের উপপরিচালক কৃষিবিদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খোন্দকার,চিৎলা ভিত্তি পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়া ও শষ্য উৎপাদন বিশেষজ্ঞ আমিনুল হক। আলোচনা শেষে প্রধান অতিথি মেলার স্টল ঘুরে দেখেন।
এর আগে একটি র্যালি কৃষি খামার বাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।