মেহেরপুর নিউজ,২৩ ডিসেম্বর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যেগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সগহযোগীতায় সাাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা ৫ গুনী শিল্পিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রাপ্ত শিল্পিরা হলেন: সাহিত্যে রফিকুর রশীদ, নাট্য শিল্পে সাইদুর রহমান, সঙ্গিতে শাফিনাজ আরা ইরানী, কাবি গানে রমজান আলী, যাত্রাশিল্পে আলী রোজা। জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাইরুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, ফেন্ডস ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংবর্ধনা কমিটির আহবায়ক পল্লব ভট্রাচার্য প্রমুখ। এর আগে ৫গুণী শিল্পিদের অবদান নিয়ে এবং মেহেরপুরের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে রচিত আব্দুল্লাহ আল আমিনের সম্পাদনায় ‘নন্দন’ নামের একট স্মারক সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।