জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

By Enayet Akram

September 04, 2019

মেহেরপুর নিউজ, ০৪ আগস্ট: মেহেরপুরে সদর উপজেলার টেংরামারী শুটিং মোড় থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ শামীম(৩৪ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত শামীম চুয়াডাঙ্গা জেলার, দামুড়হুদা থানার শিবনগর গ্রামের মহির উদ্দীনের ছেলে।

জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, বুধবার ভোর ৫টা দিকে শামীম ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী শুটিং মোড়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিরজাহুর রহমান ও এ এস আই মাহাতাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে শামিমকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে তাকে আটক করে।শামিম হোসেনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।