মেহেরপুর নিউজ,০৪ মার্চ:
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী কৃষি মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে চিৎলা পাটবীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার বিকালে পুরস্কার বিতরণ করেন্। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহাার আলী শেখ। বক্তব্য রাখেন কন্টাক্ট গ্রোয়ার্সের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের উপপরিচালক মীর্জা শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, পরে শ্রেষ্ঠ স্টল ও কৃষি পণ্য মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে বিএডিসি ১ম, সবুজ ছায়া ২য় , ইস্পাহানী এগ্রো ৩য় এবং বিভাগীয় পর্যায়ে জৈব সার ১ম, খাদ্য পুষ্টি ২য় এবং কৃষকের আদর্শ বাড়ি ৩য় পুরস্কার লাভ করে। এছাড়া কৃষি পণ্যে ৪০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।