কৃষি সমাচার

মেহেরপুরে ৪ দফা দাবিতে বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন খামার শ্রমিকদের অবসরকালীন বর্তমান ভাতা ৩০ মাস থেকে বর্ধিত করে ৬০ মাসের মজুরীর সমপরিমান করা, সপ্তাহে দু’দিন স্ব বেতনে ছুটি প্রদান করা, বিএডিসি খামারে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা এবং মাতৃত্ব কালীন ছুটি ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র শ্রমিকলীগ। আজ রোববার সকাল ১০ টার দিকে ৫দিনের কেন্দ্রীয় কর্মসূচীর ১ম দিনের কর্মসূচী পালন করে তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সালাহ উদ্দিন,শ্রমিক নেতা নাজিরুল ইসলাম,আহসান আলী,হেকমত আলী,ইয়াকুব আলী,আরিফুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন জানান, ৫দিনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ এ কর্মসুচী পালন করে তারা। একইভাবে আরো ৪ দিন একই সময়ে এ কর্মসূচী পালন করবেন বলে তিনি জানান। তিনি আরো জানন,এছাড়া এর মধ্যে দাবি পুরন নাহলে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেভাবেই তারা তাদের কর্মসূচী পালন করবেন।