অন্যান্য

মেহেরপুরে ৪ তাড়িখোরকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

March 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ মার্চ: মেহেরপুরে তাড়ি খাওয়ার অপরাধে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো স্টেডিয়াম পাড়ার আমিরুল , হোটেলবাজার পাড়ার রায়হানের ছেলে হাসমত, বাসস্ট্যান্ড পাড়ার ঠান্ডুর ছেলে ফরিদুল, মাঠ পাড়ার সাইদুলের ছেলে আতিয়ার। পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাড়ি খাওয়া অবস্থায় তাদের আটক করে।