মেহেরপুর নিউজ,৮ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসষ্ট্যান্ড থেকে বেগুন বোঝাই মিনি ট্রাক তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডিবির ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটকৃতরা হলো কুষ্টিয়ার দৌলতুপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা, একই উপজেলার ভাগজোতপুর গ্রামের রজব মন্ডলের ছেলে রবিউল, ভেড়ামারার আবুল কাশেমের ছেলে বিজলু।
ওসি ওবায়দুর রহমান জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে জেলার বাইওে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি বাসষ্ট্যান্ডে অভিচান চালানো হয়। এসময় বেগুন বোঝাই ঢাকা মেট্রো ট ২৯-০৬৭৩ নম্বরের একটি মিনি ট্রাক সেখানে থেমে ছিল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বেগুনের সাথে দুইটি বস্তার ভিতর থেকে ৪০ কেজি (১০ প্যাকেট) গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পাচারকারী হিসেবে রবিউল, বাদশা ও বিজলুকে আটক করা হয়। একই সঙ্গে বেগুন বোঝাই মিনি ট্রাকটিকেও জব্দ করে মেহেরপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আটকদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তাদেও সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।