মেহেরপুর নিউজ,১২ আগষ্ট: মেহেরপুর ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এ্যাকটিভ সিটিজেনস্ কর্মসূীচীর আওতায় মেহেরপুরে ৪ দিনব্যাপী যুব প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের সদস্য মীর মোস্তফা ইকবাল, ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের সমন্বকারী জহির রায়হান, উপ -সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, এরিয়া সমš^য়কারী শেফালী খাতুন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী সমš^য়কারী আব্দুস সালাম, ও এ্যাকটিভ সিটিজেনস্ প্রকল্পের সমš^য়কারী শাহেদ জামাল।
প্রশিক্ষণে নাগরিকদের দায়িত্ব কর্তব্য, ছাত্র সমাজের অতীত ও বর্তমান ভাবমূর্তি, সমাজে সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে বৈষম্য, মেহেরপুর পৌরসভার গর্বের ও কষ্টের দিকসমূহ চিহ্নিকরন, জেন্ডার, এ্যাডভোকেসি ইত্যাদি বিষয নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে মেহেরপুর পৌরসভাধীন ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।