মেহেরপুর নিউজ,২৫ মে:
গাাঁজা সেবনের দায়ে ৩ মাদক সেবীর নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে মেহেরপুর সহকারী কমিশনার ভ’মি নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো: শহরের কাসাড়ি পাড়া এলাকার ফতু শেখের ছেলে একরামুল, নতুনপাড়ার মন্টুর ছেলে আলিফ ও মল্লিকপাড়ার তকু মিয়ার সমজান আলী। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯ এর খ টেবিল ১০ ধারায় একরাম ও আলিফের ১হাজার ৫’শ টাকা করে এবং সমজানের ২’শ টাকা জরিমানা করা হয়। এর আগে সদর থানা পুলিশ গাঁজা খাওয়ার সময় তাদের আটক করে।