মেহেরপুর নিউজ,০১ মার্চ: “প্রযুক্তি করিতে পারে দারিদ্র মোচন” এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে মেহেরপুর সরকারী মহিলা কলেজে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল হক, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আশকার আলী, সহকারী কমিশনার রাজিবুল আলম,প্রভাষক খসরু ইসলাম প্রমুখ। ৩ দিন ব্যপী বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি স্টলগুলোতে স্থান পেয়েছে।