মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই:
মেহেরপুর জেলা সার্বজনিন পূজা কমিটির উদ্যোগে শনিবার রাতে মেহেরপুর শ্রী শ্রী হরিসভা মিলনায়তনে বিশ্ব ও মানব কল্যাণ কামনায় একাদশ বার্ষিকী ৩২ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারক ব্রষ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান অধিবাসের মধ্য দিয়ে মহানাম যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। সমাপনি দিনে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। সমাপনি অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে ভক্তরা এসে যোগ দেন। পূজা উদযাপন কমিটির সভাপতি রমেশ চন্দ্রনাথসহ কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
