মেহের আমজাদ মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্দ্যেগে মেহেরপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ ৬ মার্চ ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সোহেল আহমেদ এই প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোখলেছুর রহমান। উদ্বোধনী দিনে সরকারী বালক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় গাংনী উপজেলা জয়লাভ করে। গাংনীর ১৬৯ রানের জবাবে মুজিবনগর ১৪৭ রানে সবাই আউট হয়ে যায়।