মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারি: মেহেরপুর শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ পুন: প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী স্মরণ উৎসব ও স্বরস্বতী পূজা শুরু হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর নায়েব বাড়ি পুজা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবের ১ম দিনে ধর্মীয় সভা , নগর কিত্তন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। নায়েব বাড়ি পুজা মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সম্পাদক সুখদেব সাহা সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজবাড়ির লীলাকিত্তন দল কিত্তন পরিবেশন করে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।