মেহেরপুর নিউজ,০৯ মে: মেহেরপুর ও চুয়াডাঙ্গা বিআরটিএ সার্কেলের উদ্যোগে ২ দিন ব্যাপী পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী মো: রফিকুল ইসলাম,মোটরযান পরিদর্শক ফয়েজ আহম্মেদ, মেডিকেলে অফিসার নাজমুল হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের ভাইস প্রেসিডেন্ট আহসানুল কামাল, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, বিআরটিএ কর্মকর্তা আবুল হাসান মিঠু প্রমুখ।