মেহেরপুর নিউজ,০৮ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার বিকারে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেণ। পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তে জেলা প্রশাসক সার্বিক মাজেদুর রহমান খান। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, রোমানা আহমেদ, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। মেলায় মোট ২৫ টি ষ্টল স্থান পেয়েছে।