মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ অক্টোবর: মেহেরপুরে ২৬ অক্টোবর বুধবার ইন্টারনেট উৎসব (তারুণ্যের উৎসব) অনুষ্টিত হবে। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় দৈনিক প্রথম আলো-গ্রামীন ফোন কোম্পানী এই উৎসবের আয়োজন করেছে। মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উম্মুক্ত চত্বরে দিনব্যাপী এই উৎসব চলবে। এতে জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থী এই উৎসবে অংশ নেবে। মূলত: অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর মধ্যে ইন্টারনেট মনস্ক ও অভিজ্ঞ শিক্ষার্থীরা এই উৎসবে যোগ দিয়ে প্রতিযোগীতায় অংশ নেবে। ইন্টারনেট ব্যাবহার ও ব্রাওজিংকে আরও দ্রুতসম্পন্ন এবং সহজ করতে সেদিন গ্রামীন ফোনের ফ্রিকোয়েন্সি ও লাইন স্পিডকে অনেক বেশী গতিশীল করা হবে। এই প্রতিযোগীতায় অংশ নেবার জন্য জেলার বিভিন্ন স্কুল ও কলেজে সরবরাহ করা হয়েছে নিববন্ধন ফরম। প্রতিযোগীতায় ইন্টারনেট মনস্ক ও অভিজ্ঞ মোট ৯৬ জন জিনিয়াস শিক্ষার্থী অংশ নেবে। নিববন্ধন ফরম পূরনের মাধ্যমে সরাসরি ৮৪ জন এবং অনস্পট ঝটপট প্রশ্নের উত্তর দিয়ে ১২ জন মোট ৯৬ জন জিনিয়াসের মধ্যে প্রতিযোগীতা করে একজন আই জিনিয়াস নির্বাচিত হবে। অনুষ্ঠানস্থলে ঐদিন ছেলেমেয়েরা বিভিন্ন স্টল ঘুরে ইন্টারনেটে বিভিন্ন বিষয় ও গেম খেলার সুযোগ সহ শিক্ষার্থীরা তাদের নিজ মোবাইলে ইন্টারনেট ব্যাবহারের জন্য বিনামূল্যে কিছু ব্যান্ডউইথ পাবে। শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ইন্টারনেট সংয়োগ ও প্যাকেজ কিনতে পারবে। সকলের জন্য উম্মুক্ত এই অনুষ্টানে অংশগ্রহনকারীদের ইন্টারনেট সম্পর্কিত উপস্থাপনা বড় পর্দায় দেখানো হবে। উৎসবে প্রথম আলো ও গ্রামীন ফোনের একাধিক স্টল থাকবে। যেখানে বিভিন্ন প্রকাশনা বিনামূল্যে সরবরাহ এবং বিক্রির ব্যাবস্থা থাকবে। সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলবে তরুণ্যের এই উৎসব। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ইন্টানেট উৎসাহী অভিজ্ঞ ব্যাক্তি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রথম আলো-বন্ধুসভা ও গ্রামীন ফোনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সম্পর্কিত যে কোন তথ্য জানতে যোগাযোগ করুণ- মোবাইল- ০১৭১২২৭৫০৭০,তুহিন আরন্য, প্রথম আলো- প্রতিনিধি, মেহেরপুর)।