বিনোদন

মেহেরপুরে ২য় বার মঞ্চায়ন হলো নাটক ‍”পাল তুলে দাও”

By মেহেরপুর নিউজ

August 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগষ্ট: প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হকের ‍”যারা ভোর এনেছিলো” উপন্যাস অবলম্বনে নাটক পাল তুলে দাও ২য় বারের মতো আবারো মঞ্চায়িত হলো। বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে রেপার্টরি নাট্য দলের সহযোগীতায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাটক মঞ্চায়িত হয়।

অরনী থিয়েটারের সভাপতি নিশান সাবেরের  নির্দেশনায় পাল তুলে দাও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, সাইদুর, মুন্নিমা, ওয়াসিম, আলমগীর, কমল, শান্ত, ফারুক,  অন্তু, স্বাগতা, সঙ্গীতা, সোহাগ, দেব ও শুভ।

মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনসহ জেলার নাট্যপ্রেমীরা নাটকটি উপভোগ করেন। পরে জেলা প্রশাসক মাহমুদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, নাটকের নির্দেশক নিশান সাবের মূল্যায়ন বক্তব্য রাখেন। অপরদিকে, আগামী ২৪ আগষ্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রেও এ নাটকটি মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন নাটকের নির্দেশক নিশান সাবের। তিনি জানান, আগামী ২৩ আগষ্ট  পাল তুলে নাটকের পুরো টিম নিয়ে ঢাকার উদ্যোশে রওয়ানা হবে ।