মেহেরপুর নিউজ, ৫মার্চ: মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাড়াডোবে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ চালক সহ ১৫ আহত হয়েছে। আহতদের মধ্যে বাস চালক রঞ্জু (৩৫) নুফুর, উষা, লতিফা এবং শহিদাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছারাও নাজমা তাহসান নেছা, সুমন, মফিকুজ্জামান, লতিফা, সাথি, শাহানাজ, সুমাইয়া এবং শাহিদুলকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আহত চালক মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের চাঁদ আলীর ছেলে এবং অন্যরা চাপাই নবাব গঞ্জ জেলার নাচোল উপজেলার বাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে বাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা মুজিবনগরে শিক্ষা ছফরে আসছিল ভাড়া করা বাস নিয়ে। অপর দিকে মেহেরপুর থেকে যাত্রী নিয়ে খলিসা কুন্ডির উদোশ্য রওনা দেই স্থানীয় একটি বাস। এসময় গাড়াডোব নামক স্থানে সড়ক দূর্ঘটনা ঘটে। এঘটনায় চালক সহ ১৫ জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরে পিকনিকের গাড়ি চালক পালিয়ে যায়। আহত চালক রঞ্জু জানান গাড়াডোব নামক স্থান রাস্তার পার্শ্বে যাত্রী নামাচ্ছিল হটাৎ বিপরিত দিকে থেকে আসা পিকনিকের বাস আমার বামে থেকে ধাক্কা মারে, এতে আমি সহ বাসের শিক্ষার্থীরা আহত হয় ।