নির্বাচন

মেহেরপুরে-১ আসনে ৮ ও ২ আসনে ১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

By মেহেরপুর নিউজ

November 28, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে মেহেরপুরে। উৎসবমুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-১ আসনে ৮ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার বিকাল পর্যন্ত মেহেরপুর-১ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাভোকেট মিয়াজান আলী, জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, এনটিপি’র তরিকুল ইসলাম, জাকের পার্টির শহিদুল ইসলাম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বাবুল জোম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এদিকে মেহেরপুর-২ আসন (গাংনী) বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য তৃণমুল বিএনপি’র আঃ গণি, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ওয়ার্কাস পাটির নুর আহম্মেদ বকুল, জাকের পার্টির সামসুজ্জোহা,জাহাঙ্গীর আলম বাদশা, নুরুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।