করোনাভাইরাস

মেহেরপুরে ১৬৭ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

By Enayet Akram

June 25, 2020

মেহেরপুর নিউজ,২৫ জুন: প্রাণঘাতি করোনা ভাইরাসের অদৃশ্য থাবার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ধানের উৎপাদন বাড়াতে মেহেরপুরের কৃষকদের মাঝে বিনামূলো উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করেছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। মেহেরপুর সদর উপজেলার ১৬৭ জন কৃষকের মাঝে জনপ্রতি ৩ কেজি করে সর্বমোট ৫০০ কেজি ধান বীজ বিতরণ করা হয়।

বায়ার ক্রপসায়েন্স জানান, উচ্চফলনশীল এই ধান বীজে একর প্রতি উৎপাদন হবে প্রায় ৬৫ মন।

আজ দুপুরে মেহেরপুর জেলা পরিবেশক ও বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সদর উপজেলা মিলনায়তনে উন্নতশীল বীজ বিতরণ উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসরিন পারভীন,কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন ও দীপক কুমার সাহা। স্বাগত বক্তব্যে রাখেন, বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ লিমিটেডের মেহেরপুর পরিবেশক মো: আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষিবিদ নাফিস মাহদী বসুনিয়া, টেরিটোরি অফিসার বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ লিমিটেড। আলোচনা  শেষে উপস্থিত কৃষকেদের হাতে ধান বীজের প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।