শাকিল রেজা, ১০ মে: মেহেরপুরসহ আশেপাশের এলাকায় প্রচন্ড তাপদাহের পর স্বস্তির বৃষ্টি হতে পারে ১২ মে। শুক্রবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিপ্তরের কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৯ ডিসি সেলসিয়াস। আগামিকাল শনিবারও একই তাপমাত্রা অব্যাহত থাকবে। তকে রবিবার ১২মে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে রোযাদারদের ত্রাহী অবস্থা সৃষ্টি হয়েছে। প্রচন্ড তাপরে কারণে জুরুরী প্রয়োজন ছাড়া মানুষ বা্দইরে বের হচ্ছেন না। দিনের বেলায় শহর ফাঁকা দেখা যাচ্ছে। ঈদের বেচাকেনাতেও তাপদাহের প্রভাব পড়েছে।