মেহেরপুর নিউজঃ
পুলিশ কোন সরকারের অধীনে কাজ না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করা।পুলিশ কোন এমপি মন্ত্রী কে প্রোটোকল দেওয়া থেকে বিরত থাকা। সিনিয়র অফিসারদের প্রোটোকল দেওয়া থেকে বিরত থাকা। ৮ ঘণ্টার বেশি ডিউটি পালন না করা সহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে মেহেরপুরে পুলিশ সদস্যরা।
শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবার পর থেকে পুলিশ সদস্যরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু করেন। পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করায় মেহেরপুর জেলার তিনটি থানা সহ ট্রাফিক পুলিশের কাজে দায়িত্ব দেয়া হয়েছে আনসার বাহিনীর সদস্যদের।
মঙ্গলবার দিবা কত রাতে মেহেরপুর পুলিশ লাইনে পুলিশ সদস্যরা সমবেত হয়ে তাদের দাবি সম্বলিত বক্তব্য পেশ করেন মেহেরপুরের পুলিশ সুপার এসএম নাজমুল হক তাদের বক্তব্য শোনেন। এ সময় পুলিশ সদস্যার তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের স্লোগান দেন।