মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের য্যেথ আয়োজনে ১০ দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকে মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন,কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। মেলায় ফলদ,বনজ,ঔষধীসহ নানা প্রজাতির গাছগাছালী স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। এর আগে সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসন,কৃসি বিভাগ,বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।।