মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বাজারে কয়েকদিন আগে বিক্রি হওয়া ১০ টাকা কেজি কাঁচামরিচ আজ ১২০টাকা কেজি । মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও রেড়েছে কাঁচামরিচের ঝাঁঝ । আষার মাসের শুরুতে মেহেরপুরে কাঁচা মরিচ ১০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেলেও কয়েকদিনের ব্যবধানে দাম লাফিয়ে লাফিয়ে ১২০ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে।
রবিবার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এবং হোটেল বাজার নিউমার্কেট ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিন কাঁচা মরিচের আড়ৎ গুলোতে ৯০-৯৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করতে দেখা যায়। পাশাপাশি খুচরা বাজারে ১১০-১২০টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
করোনা আতঙ্কের মধ্যেও কাঁচামরিচের এমন দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, একদিকে কাঁচামরিচের চাহিদা বেড়ে গেছে। অন্যদিকে সরবরাহ কমে গেছে। তাছাড়া হঠাৎ করেই বৃষ্টি। এতে অনেক ক্ষেতের মরিচ নষ্ট হয়েছে। ফলেই দাম বেড়েছে। ব্যবসায়ীরা আরোও জানান, বৃষ্টি বাড়লে মরিচের দাম আরো বাড়তে পারে।