বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১০ গ্রাম হেরোইন সহ এক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 18, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন সহ আব্দুল মজিদ নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মজিদ সদর উপজেলার বাজিতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা সদর উপজেলার হরিরামপুর গ্রামের আরজতুল্লার বাঁশ বাগানের পাশের সড়ক দিয়ে আব্দুল মজিদ একটি মোটরসাইকেল টিভিএস (মেহেরপুর হ-১৩-৫৩৮২) যোগে মেহেরপুরের দিকে আসার পথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় আব্দুল মজিদের পকেট তল্লাশি চালিয়ে ২টি পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। একই সাথে তার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।