মেহেরপুর নিউজ, ২৫ মার্চ:
বিজনেস রিসার্চ অন ব্রান্ড ইকুইটি শীর্ষক গবেষনার অংশ হিসেবে মেহেরপুরে শিক্ষানবিশ ৩৬ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ১০ গুনি শিক্ষক ও ২ প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রবিবার মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ক্রাউন সিমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ক্রাউন সিমেন্টের উপদেষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রকৌশলী নুরুল করিম বিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সরদার সফিউল আলম।
অনুষ্ঠানে জেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১০ শিক্ষককে ক্রেষ্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- সরদার সফিউল আলম, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাসানুজ্জামান মালেক, সাইদুর রহমান, আবদুল্লাহ আল আমিন, হাবিবুর রহমান, ফুয়াদ খান, রফিকুর রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, প্রকৌশলী, শিক্ষার্থী , ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শিক্ষানবিশদের মধ্যে বক্তব্য দেন মো: আসিফ ও জেরিন জাকির।
অনুষ্ঠান শেষে ২ মাস ধরে শিক্ষানবিশ হিসেবে কাজ করা ৩৬ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।